News:

মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে আধুনিক গার্লস স্কুল। স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য দরিদ্র জনগষ্টি কে শিক্ষিত করে তোলা । কোন টিউশন ফি নেওয়া হয় না এবং ইউনিফর্মও ফ্রি দেওয়া হয়ে থাকে।

এটি একটি সম্পূর্ন সেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান । গ্রুপ কিউ এর সদস্য কোম্পানী ও শিল্প প্রতিষ্ঠান সমূহ এবং তাদের পরিচালকবৃন্দ ব্যাক্তিগত আয় থেকে কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাষ্ট গঠনকরত: উক্ত ট্রাষ্টকে অর্থায়ন করেন। সেই ট্রাস্টের মাধ্যমে সেবামূলক ভিত্তিতে স্কুলটি পরিচালিত হয়্ এর পেছনে নূন্যতম ব্যবসায়ীক স্বার্থ নেই।  স্কুলটিতে সম্পূর্ন বিনা বেতনে ছাত্রীদের পড়াশোনা করানো হয়। আজকের শিশু আগামী দিনের মা তাই ছাত্রীদের সুন্দর ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্কুলটি কাজ করে যাচ্ছে। স্কুলটি সম্পূর্ন অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে  ইতিমধ্যে জেলার শ্রেষ্ঠ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে