News:

মা-ই হচ্ছেন শিশুর সর্বোত্তম শিক্ষক। আজকের ছোট্ট মেয়েটি আগামী দিনে যেন একজন সফল মা হিসেবে স্বাচ্ছন্দ্যময়, ফলপ্রসূ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পারিবারিক ও সামাজিক জীবন গড়তে কার্যকর ভূমিকা রাখতে পারে সে জন্য শিশুকাল থেকেই তাকে যথাযথ শিক্ষায় গড়ে তুলতে হবে। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত সমাজ তথা শিক্ষিত জাতি গঠনে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেন। তাই একজন শিক্ষিত মা গড়ার মহান ব্রত নিয়ে নবগ্রামের বারইল বাজার সংলগ্ন নিভৃত পল্লি¬তে ২০০৫ সালে ‘কানিজ ফাতেমা গার্লস্ স্কুলের’ কার্যক্রম শুরু হয়।

এস এস সি পাস করার পর কলেজে পড়া নিয়ে ছাত্রীরা বেশ সমস্যায় পড়ে বলে আমরা লক্ষ করেছি। বসত-বাড়ি থেকে দূরে কলেজে গিয়ে ভর্তি হওয়া, মেস বা হোস্টেলে থাকা, বয়সের কোমলতার কারণে বিচার-বুদ্ধির অপরিপক্বতা, সামাজিক নিরাপত্তাহীনতা এবং সর্বোপরি অতিরিক্ত আর্থিক ব্যয়ভার বহন ইত্যাদি নানাবিধ সমস্যার মুখে ছাত্রীদের পড়াশুনা অনেক ক্ষেত্রেই থেমে যায়। তখন পিতা-মাতাও মেয়েটির বিয়ে দিয়ে দায়ভারমুক্ত হন। এভাবে অকালেই মেধাগুলো ঝরে পড়ে। তাই এস এস সি পাস করার পর ছাত্রীরা নিজ নিজ বসত-বাড়িতে থেকেই যাতে কলেজ-শিক্ষা শুরু করতে পারে সেই লক্ষ্যে সদাশয় সরকারের অনুমতি নিয়েই এ শিক্ষাঙ্গনে এইচ এস সি (দুই বছর) কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভব হলে আগামী ২০১৬ ইং সালে এইচ এস সি প্রথম বর্ষে ছাত্রী ভর্তি করিয়ে কলেজ শিক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই কানিজ ফাতেমা গার্লস্ স্কুলকে ‘কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ’-এ উন্নীত করা হয়েছে।

দেশের অতি পুরাতন একটি শিল্প ও ব্যবসায়িক গ্রুপ ‘গ্রুপকিউ এ’ (Group QA)-এর অর্থায়নে প্রতিষ্ঠাকরা হয়েছে জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান‘ কাজী আবেদিন ওয়েল ফেয়ার ট্রাস্ট’। উক্ত ট্রাস্টের উদ্যোগে পরিচালিত একটি মহতী উদ্যোগ হচ্ছে এই ‘কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ।