News:

কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ (Kaniz Fatema Girls' School & College) মানিকগঞ্জ জেলার একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য দরিদ্র  জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা । দেশের স্বনামধন্য ব্যবসায়গ্রুপ গ্রুপ কিউ এ এর চেয়ারম্যান জনাব কাজী এ এফ এম জয়নুল আবেদীন ২০০৫ সালে ২৩ জুলাই তার স্নেহময়ী মাতা মরহুমা কানিজ ফাতেমা এর নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি কলেজ এর কার্যক্রম শুরু করে। এটি একটি সম্পূর্ন সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান। গ্রুপ কিউ এর সদস্য কোম্পানী ও শিল্প প্রতিষ্ঠান সমূহ এবং তাদের পরিচালকবৃন্দ ব্যাক্তিগত আয় থেকে অর্থায়নকৃত কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অধীনে প্রতিষ্ঠান টি পরিচালিত হয় । পাবলিক পরীক্ষার ফলাফল, কো কারিকুলার এক্টিভিটিজ, সংস্কৃতিক কার্যক্রম, বিতর্ক সহ নানামুখী কার্যক্রমে প্রতিষ্ঠানটি সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানাটি ২০১৪, ২০১৮, ২০১৯ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। এছাড়া প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন।